চাঁদপুরে ম্যাজিস্ট্রেট আতঙ্কে অসাধু চালকদের সিএনজি ফেলে পালায়ন
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলামের ভয়ে অবৈধভাবে চলাচলকারী সিএনজি চালকরা সিএনজি রাস্তার উপর ফেলে পলায়ন করার চেষ্টা করেছে। ১৭ জুন সোমবার দুপুরে শহরের বাবুরহাট-মতলব সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সড়কে কয়েক হাজার সিএনজি চলাচল করছে। যার বেশিরভাগ সিএনজির-ই ফিটনেস নেই ও অবৈধ। সেই সাথে এসব সিএনজি চালানো চালকদের অনেকরই ড্রাইভিং লাইসেন্স নেই। তাই চাঁদপুরে যানজটমুক্ত ও নিরাপদ সড়কের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসন।
১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলা ইসলাম সোমবার ১৩ টি মামলায় মোট ৯ হাজার ৩'শ টাকা জরিমানা আদায় করেছেন। সেই সাথে সিএনজি চালকদের কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ি না চালানোর দিক-নির্দেশনা দেন। ওই সময়ে পথে থাকা কয়েকজন সিএনজি চালকের সাথে সিএনজি ছেড়ে পলায়ন করার ঘটনা জানতে চাইলে তারা জানান, মতলব সড়কে ম্যাজিস্ট্রেট বসে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করছেন। ওই সময়ে ম্যাজিস্ট্রেট অবৈধ সিএনজি পেলেই মামলা দিয়ে দিচ্ছেন। আর সিএনজি দূর থেকে কৌশলে ঘুরিয়ে ফেলতে গেলে ম্যাজিস্ট্রেট পুলিশ কে দৌড়ে সিএনজির চালককে ধরে ফেলার নির্দেশ দিচ্ছেন। সেজন্য ভয়ে সিএনজি চালকরা সড়কে সিএনজি রেখেই পালাতে চেষ্টা করেছিলো।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলামের সাথে আলাপ হলে তিনি জানান, কাগজপত্র না থাকায় সিএনজি চালকরা ভয়ে গাড়ি রেখে পালানোর চেষ্টা করে। তবে আমরা তাদের ডেকে এনে সবার উদ্দেশ্যে সতর্ক করে বলেছি। সড়কে কোনভাবেই কাগজপত্র বিহীন গাড়ি নামানো যাবে না। আমরা সড়কের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। যানজটমুক্ত সড়ক উপহার দিতে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এ সময় বিআরটিএ মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।