চৌমুহনীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী রেলস্টেশন রোড এলাকার পশ্চিম পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।শুক্রবার সকাল সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে আশপাশ থেকে আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগা দোকানগুলোর মধ্যে ক্রোকারিজ, প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্যের দোকান রয়েছে।নোয়াখালী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হুমায়ুন কবির আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।