• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইলিশের দামে বৈশাখী উত্তাপ

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৩:১২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
প্রিন্ট

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাজারে ব্যাপকভাবে দাম বাড়ছে ইলিশের। এক কেজির বেশি একটি ইলিশের দাম বিক্রেতারা তিন হাজার টাকা পর্যন্ত চাচ্ছেন। তবে হিমাগারের ইলিশ হলে দাম কিছুটা কম। কিন্তু এক মাস আগেও এক কেজি ওজনের একটি ইলিশ সর্বোচ্চ দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। এদিকে পহেলা বৈশাখে চাহিদা বাড়ায় দেদারসে নকল ইলিশও বিক্রি হচ্ছে। ইলিশ ভেবে অনেক ক্রেতা সার্ডিন ও চৌক্কা মাছ কিনে ঠকছেন। এই মাছ দুটি স্বাদে-গন্ধে ইলিশের ধারে-কাছেও নেই। গতকাল সোমবার রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও আব্দুল্লাহপুর মাছের আড়তে খোঁজ নিয়ে ইলিশ বাজারের এ চিত্র পাওয়া যায়।বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ গতকাল ইত্তেফাককে বলেন, ইলিশের চাহিদা বেশি হওয়ায় সার্ডিন মাছকে অনেক বিক্রেতা ইলিশ বলে চালিয়ে দেন। এটা সামুদ্রিক মাছ। এই মাছ দেখতে অনেকটা ইলিশের মতো। তবে স্বাদ ও গন্ধ ইলিশের মতো নয়।গতকাল রাজধানীর নিউমার্কেটে প্রতিটি ৫ শ’ থেকে ৬ শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রেতারা ৭ শ’ থেকে ৮ শ’ টাকা দর হাঁকছেন। ৮ শ’ থেকে ৯ শ’ গ্রাম ওজনের ইলিশের দর হাঁকছেন ১৪ শ’ থেকে দেড় হাজার টাকা। এক কেজি ওজনের বেশি ইলিশের দর হাঁকছেন ২৮ শ’ থেকে তিন হাজার টাকা। তবে হিমাগারের এক কেজির ইলিশ দর হাঁকছেন ২ হাজার থেকে ২২ শ’ টাকা। নিউমার্কেটের ইলিশ বিক্রেতা আনিসুর বলেন, পহেলা বৈশাখ যত এগিয়ে আসবে ইলিশের দামও ততই বাড়বে।

গতকাল রাজধানীর আব্দুল্লাহপুর মাছের আড়তে ইলিশ কিনতে আসা হামিদুর রহমান বলেন, আড়তে দাম কম হবে এমন মনে করে আসলেও ইলিশের দাম খুবই চড়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইলিশ বিক্রেতা বলেন, ইলিশের নামে দেদারসে সার্ডিন ও চৌক্কা মাছও বিক্রি হচ্ছে।তথ্য অনুযায়ী, সার্ডিন মাছ অনেকটা আকারে জাটকার মতো হলেও চৌক্কা বেশ বড় হয়। লম্বায় অনেকটা ইলিশের কাছাকাছি। তবে ইলিশের চেয়ে চওড়ায় বেশ কম। সার্ডিন ও চৌক্কার চোখের আকার বড়। চৌক্কার মাথা লম্বাটে ও সুচালো। সার্ডিনের মাথা বড় ও সামনের অংশ ভোঁতা। ভালো করে খেয়াল করলে পার্থক্য বোঝা যায়। প্রতি কেজি সার্ডিন মাছের দাম ৩০০ থেকে ৪০০ টাকা। এদের ওজন হয় ৪ শ’ গ্রাম থেকে ৭ শ’ গ্রাম।

ইত্তেফাক

সর্বাধিক পঠিত