মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার ডুবিতে নিহত মিস্ত্রীর লাশ উদ্ধার
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার ডুবির ঘটনা ঘটেছে। এতে রুহুল আমিন (২৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ডুবে যাওয়া ওই ড্রেজারের মিস্ত্রী। গত ২৫ মার্চ সোমবার রাতে চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলার নৌ-সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ঝালকাঠি জেলার চারাখালি গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে। ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধার করা হয়নি।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মতলবের আমিরাবাদ ও চাঁদপুরের রাজরাজেশ্বর ল¹িমারা নামক স্থান দিয়ে মেঘনায় প্রায় অর্ধশত ড্রেজার দিন-রাত চব্বিশ ঘণ্টাই বালু কাটছে। যেখানে জেলা প্রশাসনের বালুমহালের কোনো ইজারা নেই। ঘটনার দিবাগত রাতে ড্রেজারের দরজা আটকিয়ে ঘুমিয়ে ছিলেন মিস্ত্রী রুহুল আমিন ও হেলপার আবুল কালাম। হঠাৎ রাত অনুমান তিনটার সময় ড্রেজারটি ডুবে যায়। আর ঘুমন্ত অবস্থায়ই মেঘনায় ডুবে মারা যান ড্রেজারের মিস্ত্রী রুহুল আমিন।
বেঁচে যাওয়া হেলপার আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে ড্রেজারটি ছিদ্র থাকায় পানি ঢুকে সেটি ডুবে যায়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএমএস ইকবাল হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া ড্রেজারের মালিক হচ্ছেন মতলব পৌরসভার বাইশপুর গ্রামের অহিদ মিয়াজী। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের এসও আসাদুজ্জামান ও ফায়ারম্যান আবুল বাসার পাঠান জানান, আমরা ৭ জন ৪০ মিনিট চেষ্টা চালিয়ে নিহত রুহুল আমিনের লাশ উদ্ধার করি।