• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

খাদ্যে ভেজালের বিরুদ্ধে আরও কঠোর হবে সরকার: সাঈদ খোকন

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ফাইল ছবি।
প্রিন্ট

খাবারের ভেজাল নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে বেইলি রোডে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের সময় তিনি এ মন্তব্য করেন।সাঈদ খোকন বলেন, সরকার মাদক ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এগুলো বন্ধে প্রয়োজনে ভেজাল বিরোধী আইন আরো কঠোর করা হবে বলেও জানান তিনি। নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।মেয়র জানান, এখন থেকে শুধু জরিমানায় সীমাবদ্ধ থাকবো না, এটা নিয়ন্ত্রণে কারাদণ্ডের মত কঠিন শাস্তি দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।আরও পড়ুনঃ ফখরুলের সঙ্গে বাকবিতণ্ডায় বগুড়ার বিএনপি সভাপতিঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। অনিয়মের অভিযোগে দোষীদের কারা ও অর্থদণ্ড দেয়া হয়।ইত্তেফাক