• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টাঙ্গাইলে পুলিশের ওপর হামলা, ৩ পুলিশ আহত

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়চওনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সখীপুর থানা পুলিশ আসামি ধরতে বড়চওনা যাচ্ছিল। পুলিশের গাড়িটি সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ককটেল ফাঁটালে পুলিশ আত্মরক্ষার্থে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে বড়চওনা বাজার এলাকায় প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।

 

 

সূত্র : রাইজিংবিডি

সর্বাধিক পঠিত