চাঁদপুরে বিজিবি মোতায়েন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭
চাঁদপুর পোস্ট ডেস্ক
প্রিন্ট
চাঁদপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে। প্রতিটি সংসদীয় আসনে ২/৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে তিনি জানান।