• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে ট্রাক চাপায় জিতু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছে। শনিবার সন্ধ্যার পরে উপজেলার পৌরসভাধীন ধেররা বাজারের মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া উপজেলার ৫নং সদর ইউনিয়নের স্থানীয় সুবিদপুর গ্রামের মৃত ওহাব আলীর মিয়ার ছেলে। মাছ বিক্রির জন্যে বরফ কিনতে গিয়ে সড়ক অতিক্রমকালে এই দুর্ঘটনা ঘটে।
    ধেররা এলাকার প্রত্যক্ষদর্শী রাধাকান্ত দাস রাজু চাঁদপুর কণ্ঠকে জানান, ফার্মের মুরগির খাবারবাহী ওই ট্রাকটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উক্ত স্থান অতিক্রমকালে জিতু মিয়াকে চাপা দিয়ে স্থানীয় চৌধুরী বাড়ির পুকুরে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নিহতের বড় ছেলে নূরে আলম কান্নাজড়িত কণ্ঠে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপতালে (উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স) ছুটে এসে দেখি বাবা বেঁচে নেই। আমরা গরিব মানুষ, মামলা-মোকাদ্দমায় যেতে চাই না। দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে, এটাই সত্য। তাই  ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্যে প্রশাসনের কাছে লিখিত আবেদন করবো।
    লাশের সুরতহাল তৈরিকারী থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেলিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে নিহতের মরদেহ পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।
    থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

 

সর্বাধিক পঠিত