সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মমিনউল্লাহ পাটওয়ারীর স্ত্রীর ইন্তেকাল
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের কৃতী সন্তান সাবেক সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মমিনউল্লাহ পাটওয়ারী বীর প্রতীকের স্ত্রী নাজনিন মমিন গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তান, নাতি-নাতনী ও ভাই-বোনসহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। আজ শুক্রবার সকাল ১০টায় মরহুমার নামাজে জানাজা মৈশাদী দিঘিরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।