• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল উল্টে নজরুল ইসলাম সর্দার (৩৬) নামে ২ সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারে গতকাল ১০ ডিসেম্বর সোমবার বিকেল পৌনে ৫টায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সর্দার বাড়ির মৃত আবু তাহের সর্দারের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ব্রিজের সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নজরুল নামে ওই যুবক নিহত হয়েছে।
    নজরুল হাজীগঞ্জ গোল্ডেন হাসপাতালের মার্কেটিং বিভাগে চাকুরি করতেন। তিনি প্রতিদিনের ন্যায় গতকালও মার্কেটিংয়ের কাজ সেরে হাসপাতালে যাওয়ার সময় মহামায়া এলাকা পার হতে নিলে তখন একজন বৃদ্ধ লোক রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলো। আর এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারকে ওভারটেক করতে গেলে বৃদ্ধ লোকটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি উল্টে নজরুল ইসলাম রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্যে তার কর্মস্থল হাজীগঞ্জ গোল্ডেন হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    জানা গেছে, নিহত নজরুল ইসলাম সর্দার এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। মহামায়া এলাকায় গত এক সপ্তাহে ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হলো। গত ৩ ডিসেম্বর মহামায়া বিমলেরগাঁও ব্রিজের সামনে সিএনজি স্কুটার উল্টে কিশোর মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া গত ৯ ডিসেম্বর রাতে জমজমিয়া ব্রিজ এলাকায় সিএনজি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন এবং সর্বশেষ গতকাল ১০ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়।
    

 

 

সর্বাধিক পঠিত