• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পাহারাদারের লাশ উদ্ধার

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৮, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে মোঃ ইব্রাহীম (৪৩) নামে মাছের ঝিল পাহারাদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার ঝুলন্ত লাশ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাটালি গ্রামের ডাকাতিয়া নদীর পাড় থেকে উদ্ধার করে থানা পুলিশ।
    মাছের ঝিলের মালিক ফারুক হোসেন জানান, তার ঝিলের পাহারাদার মোঃ ইব্রাহিমের বাড়ি নোয়াখালি জেলার সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামে। সে গত তিনমাস ধরে ঝিলে পাহারাদার হিসেবে কাজ করছে। প্রতিদিন সে রাতে ঝিল পাহারা শেষে সকালে তার বাড়িতে গিয়ে নাস্তা করে। বুধবার সকালে সে না যাওয়ায় এবং মোবাইল ফোন না ধরায় ঝিলের পাশে খোঁজ নিতে আসেন। পরে ডাকাতিয়া নদীর উপর একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
    ফরিদগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত