আঙুল ভাঙলেও খেলবেন মুশফিক
ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে অনুশীলনের সময় বুধবার বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। পরক্ষণে এক্সরের পর বিসিবি ডাক্তার দেবাশীষ চৌধুরী জানান, মুশফিক শঙ্কামুক্ত, চোট ততোটা গুরুতর নয়। একদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তবে সতীর্থ মুমিনুল মনে করেন, আঙুল যদি ভেঙেও যায় তবুও দেশের হয়ে খেলবেন মুশফিকুর রহিম।
চোটের কারণে আগে থেকেই দলে নেই ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে খেলা ইমরুল কায়েসও ছিটকে গেছেন। এরই মাঝে খবর শোনা যায়, ইনজুরিতে পড়েছেন মুশফিক। ভাগ্য ভালো থাকায় আঙুলে কোনো চিড় ধরা পড়েনি।
বাংলাদেশ দলে মুশফিক এমন একজন দায়িত্ববান ক্রিকেটার যিনি যেকোনো পরিস্থিতিতে দেশের জন্য লড়তে প্রস্তুত। এশিয়া কাপের সর্বশেষ আসরে পুরোটা সময় জুড়েই পাঁজরের চোট নিয়ে খেলেন তিনি। তাছাড়া দলের হয়ে নিয়মিত খেলতে যথেষ্ট পরিশ্রমও করেন এই উইকেটরক্ষক- ব্যাটসম্যান।
মুশফিকের এই দায়িত্ববোধ নিয়ে মুমিনুল হক বলেছেন, যেকোনো অবস্থায় দেশের জন্য খেলবেন মুশফিক। এমনকি আঙুল যদি ভেঙে যায় তবুও সিরিজের শেষ টেস্টে দেখা যাবে মুশফিককে।
মুশফিকের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুমিনুল বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মনে হয় মুশফিক ভাই ভালো আছেন। আর আমি যতোটুকু জানি, আঙুল ভেঙে গেলেও তিনি খেলবেন।’
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৬৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার সকাল সাড়ে নয়টায় ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা।
সুত্রঃ ঢাকাটাইমস২৪