নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নাটোরের বড়াইগ্রামের গুনাইহাটি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। অহতদের নাটোর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম হোসেন শিকদার জানান, রোববার সকালে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ বাসের এক যাত্রী নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
সূত্র : জাগো নিউজ