• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিখোঁজ সংবাদ

প্রকাশ:  ২১ নভেম্বর ২০১৮, ১৫:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের সদানন্দ প্রধানিয়ার ছেলে সজিব চন্দ্র প্রধানিয়া (২০) গত ৭ নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এরপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যায়নি। তার সাথে থাকা মোবাইল (নম্বর: ০১৬৪২৭৩৫৬৯২)। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় সজিবের আপন মামা রতন চন্দ্র দাস ১৯ নভেম্বর সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৯১১। এর পরেও আত্মীয়-স্বজনসহ পরিচিত জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
    সজিব প্রধানিয়া মানসিক রোগে আক্রান্ত। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল সামান্য লম্বাটে, হালকা পাতলা স্বাস্থ্য। মাথার চুল ছোট ও কালো। পড়নে সাদা গেঞ্জি ও প্যান্ট ছিলো।
    যদি কেউ উল্লেখিত বর্ণনার সজিব প্রধানিয়ার সন্ধান পান, তাহলে নি¤েœ উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ধীমান-০১৭৫৫৬৭৬৭৫৭, ০১৯১৬১১৩৩০৮, উৎপল-০১৭১২৮৬২৯৩৬, ডাঃ মানিক চন্দ্র সরকার (প্রভাষক)-০১৭১৬৪১৮২৭৩।

 

সর্বাধিক পঠিত