• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নগরকান্দায় আ. লীগের ইফতার মাহফিল

প্রকাশ:  ০২ জুন ২০১৮, ১০:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ. লীগের উদ্যোগে শুক্রবার বিকালে নগরকান্দা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

নগরকান্দা উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবহান মিয়ার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আ’লীগের সহ সভাপতি মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, নগরকান্দা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেব মিয়া, সংসদ উপনেতার এপিএস মোঃ শফিউদ্দীন, নগরকান্দা শহর আ’লীগের সভাপতি মুন্নু মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান আঃ কুদ্দুস ফকির, শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক সহ প্রধান অতিথির বক্তব্যে শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, সকল ভেদাভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহবান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।