ছাতকে নৌকা ডুবি: শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ছাতকে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুরমা নদী থেকে নৌকা শ্রমিক রবিন মিয়ার (২১) লাশ উদ্ধার করা হয়।
রবিন মিয়া তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। গত সোমবার রাতে ছাতক শহরের লাল মসজিদ এলাকায় সুরমা নদীতে পাথর বোঝাই রাহি এন্টার প্রাইজ নামের একটি নৌকা ডুবে গেলে নৌকা শ্রমিক রবিন মিয়া পানিতে তলিয়ে নিখোঁজ হন। নৌকা ডুবির ঘটনায় ছাতক থানায় বুধবার একটি জিডি করা হয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, লাশ উদ্ধারের পর তার আত্মীয়-স্বজনরা থানায় এসে লাশ শনাক্ত করেছেন। ময়না তদন্তের জন্য রবিন মিয়ার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সুত্রঃ ইত্তেফাক