• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের করা হয়েছে।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালক ‘ক’ অঞ্চলের বিচারক শরিফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট. ইয়াসমিন সুলতানা রুমা।
 
মামলার বাদী আদালতে তাঁর লিখিত আর্জিতে উল্লেখ করেন, ১ নং আসামি (মাহমুদুর রহমান) বাংলাদেশের সার্বভৌম ও বাংলাদেশের জনগণকে অসত্য বক্তব্য দিয়ে ভুল বুঝিয়ে বাংলাদেশের জনগণকে জনযুদ্ধে লিপ্ত করার তথা বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছেন, যা দেশদ্রোহের সামিল।
 
মামলার বাদী পক্ষের আইনজীবী, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলাটি গ্রহণ করে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নিয়মিত এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সূত্রঃ ইত্তেফাক