খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ফেনী জেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকালে শহরের এসএসকে সড়কে মিছিলের জন্য কর্মীরা জমায়েত হলে পুলিশ সেখানে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশির বাঁধা ভেঙ্গে একটি মিছিল সমবায় মার্কেটের সামনে থেকে শুরু করে ইসলামপুর রোড়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা বিএনপির সভাপতি এড. আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার।
এছাড়া মিছিলে জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জুলেখা আক্তার ডেইজী, নিরক্ষরতা দুরীকরণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস কোরাইশী, সহ-প্রচার সম্পাদক সাইফুর রহমান রতন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মীর ইদ্রিস বর্তন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহবায়ক মো. ইসমাইল হোসেন ভূঞা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনছুর চেয়ারম্যান, ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. মো. শহিদ উল্যাহ, সাধারণ সম্পাদক আব্দুর রব কমিশনার, ফেনী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফুল, সিনিয়র সহ-সভাপতি মো. ফয়সল নান্টু, ফেনী সদর মৎস্যজীবী দলের নেতা মীর গিয়াস উদ্দিন, মোতাহের হোসেন বাহার, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর, সোনাগাজী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী আহাম্মদ, ধলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান, সোনাগাজী উপজেলা বাস্তুহারা দলের সভাপতি আব্দুল কাইয়ুম, সোনাগাজী উপজেলা শ্রমিক দলের নেতা সাহাব উদ্দিন, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ইব্রাহিম, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান শ্রাবন প্রমুখ অংশ নেন।