• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৯:৪২
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনী একাডেমীতে পানিতে ডুবে আবদুল্লাহ আল মামুন রাফি (১০) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাফি একাডেমীস্থ রফিক মেটালের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে জি.এ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টায় স্কুল বিরতির সময় বন্ধুদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেল ৫টায় ফেনী জি.এ একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাফির নামাজে জানাযা শেষে ফুলগাজী উপজেলা মুন্সীর হাট জগতপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।