• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কমলনগরে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১০:৩৬
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকাণ্ডে ১০টি দোকানঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালামাল ও দোকানঘরসহ প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজার ব্যবসায়ীদের দাবি।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন পূর্বপশ্চিমকে জানান, রাত ১২টার দিকে বাজারের ধানহাটা গলির একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ও রামগতি থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওহাব বস্ত্রালয়, তামীম বস্ত্রালয়, মা-কলি বস্ত্রালয়, আল-সৈয়দ ক্লথ স্টোর, মা-ফাতেমা ক্লথ স্টোর, মদিনা ক্লথ স্টোর, বিছমিল্লাহ ক্লথ স্টোর, ইসমাইল ক্লথ স্টোর, আলী আযম ফার্মেসি ও মহি উদ্দিন মিয়ার মুদি দোকানসহ ১০ দোকানঘর মালামাল ও নগদ অর্থসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে ওইসব ব্যবসায়ীরা প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলে তিনি জানান। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ইউনিট ম্যানেজার মো. আসাদুজ্জামান পূর্বপশ্চিমকে জানান, লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিসের পৃথক দু’টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।