• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভারতে পাচারকালে বেনাপোলে সোনার বারসহ আটক ১

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ২০:৪০
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ রিপন হোসেন (১৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। আটক রিপন হোসেন যশোর সদর থানার ডুমদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন সোনা পাচারকারী সোনার একটি চালান  নিয়ে ভারতে পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

সর্বাধিক পঠিত