• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ২০:২৫
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ফেনী শহরের সহদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর রেলওয়ে স্টেশনের অদূরে সহদেবপুর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের পরনে খয়েরি রংয়ের চেক লুঙ্গি ও হালকা গোলাপি পাঞ্জাবি ছিলো। ট্রেনে কাটা পড়ায় তার শরীর থেকে মাথা ও দু’পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 

ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরব আলী জানান, এঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।