• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুলাউড়ায় বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৭:৩৮
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট

মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালার চক মেইন পিলারের-১৮৫৯ কাছে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ ক্যাম্পের বিপরীতে ভারতের ভোলাগঞ্জ বিএসএফ ক্যাম্প অবস্থিত।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম খালেদ হায়দার এ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম খালেদ হায়দার ছাড়াও বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ইউপি সদস্য হারুনুর রশীদ, সাবেক ইউপি সদস্য রইসুল হক।

এসময় ভারপ্রাপ্ত সুবেদার মেজর মনোয়ার হোসেন খান, চাতলাপুর কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম, আমতলী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার বিদ্যুৎ কুমার, নায়েক সুবেদার জালাল সর্দার ও নব নির্মিত লালার চক বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

মেজর এবিএম খালেদ হায়দার বলেন, মাদক ও চোরাচালান দমনে বাংলাদেশ যাতে করে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি। এজন্যই নতুন নতুন ক্যাম্প স্থাপন করছে বিজিবি। অনেকগুলো বিষয় মাথায় রেখে ক্যাম্পের স্থানগুলো নির্ধারণ করা হয়।

সর্বাধিক পঠিত