• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৩

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৭:০৪
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীর ফুলগাজী উপজেলার জামায়াতের আমিরসহ ৩জনকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর কুতুবপুর জামিয়া কোরানিয়া মাদ্রাসা ও এতিম খানার পাশ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভোরে মাদ্রাসার পাশে রেললাইনের উপর একত্র হয়েছিল। পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্যে করে ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশ ১৮ রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে। এসময় পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনজুরুল আলম, কনস্টেবল নুরুজ্জামান আহত হয়। আটককৃতরা হলেন- উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মিয়াজি (৪২), মনিরুল ইসলাম (৫০) ও উপজেলার আমজাদ হাট ইউনিয়নের শাহ আলম (৪০)।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ উপজেলা জামায়াতের আমিরসহ ৩জনকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ তাদের নিকট থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।