• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফুলগাজীতে মা হত্যার প্রধান আসামি ছেলে গ্রেপ্তার

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৬:০৩
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীর ফুলগাজীতে মা হত্যার প্রধান আসামি ছেলে সঞ্জিত মজুমদার (৩৫) কে সোমবার রাতে ফুলগাজী বাজার এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, সৎ মা হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জিত মজুমদার ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এম.এম মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ ফুলগাজী থেকে তাকে গ্রেপ্তার করে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এম.এম মোর্শেদ মা হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাটের শ্রী চন্দ্রপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে আপারানী (৫০) কে ধারালো ধামা দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে তার সৎ ছেলে সঞ্জিত মজুমদার।