হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ১৫:৫৯
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শহরে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনসহ ছাত্রদলের শত শত নেতাকর্মী।
পরে শায়েস্তাগনগরে এক পথসভায় বক্তরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান।