মৌলভীবাজারে ভোটার তালিকা হালনাগাদ শুরু
মৌলভীবাজার পৌরসভায় শুরু হয়েছে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৭। যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০০ বা তার পূর্বে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়া স্বত্বেও যারা ইতিপূর্বে ভোটার হতে পারেননি হালনাগাদ কার্যক্রমে তাদেরকে নিবন্ধন করা হচ্ছে।
মঙ্গলবার সকাল মৌলভীবাজার পৌর মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৭ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জেলা কৃষি কর্মকর্তা মো. শাহ জাহান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্যানেল মেয়ল ফয়সল আহমদ, প্রকৌশলী আবুল হোসেন সহ অন্যান্যরা।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা চলবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। হালনাগাদের সময় মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হচ্ছে।