যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৪৬
যশোর প্রতিনিধি
প্রিন্ট
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় এক পাসপোর্টযাত্রীর কাছ থেকে ১ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।
আটক পাসপোর্ট যাত্রী মঈন উদ্দিন কুমিল্লার মুরাদনগর দারানিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার পায়ুপথ থেকে এই ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ নিয়ে গত কয়েকদিনে ৩টি চালানে ২৫ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার আরও দুইটি স্বর্ণের চালান উদ্ধার করা হয়।
বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার আব্দুস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার পায়ুপথ থেকে অর্ধকোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার এবং তাকে আটক করা হয়।