‘এর অাগে কখনও কোনো এমপি অামাদের বাড়িতে অাসেনি’
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ২৩:০৮ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর প্রকৃত অবস্থা জানতে গভীর রাতে সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা গ্রামে যান সাতক্ষীরা - ৪ অাসনের সংসদ সদস্য জনাব এস. এম. জগলুল হায়দার।
তিনি কাঁদা মাড়িয়ে প্রত্যন্ত এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন। এমপিকে এত রাতে প্রতিকূল অাবহাওয়ায় কাছে পেয়ে অসহায় মানুষগুলো জানান, এর অাগে কখনও কোন এমপি অামাদের বাড়িতে অাসে নি। অাপনি অনেক ভালো মানুষ, সৃষ্টিকর্তা অাপনার মঙ্গল করুন।
এসময় জগলুল হায়দারের সাথে উক্ত ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি বাবু সজল মুখার্জীসহ শত শত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।