বাহুবলে ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ১৮:০০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত ৪ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. তারা মিয়া, বিএনপির প্রার্থী মো. চান মিয়া, স্বতস্ত্র প্রার্থী হাজী ফিরোজ মিয়া ও ডা. রমিজ আলী।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।