মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত
সিলেটের ওসমানীনগরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিন মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বাবা মন্নান মিয়া (৫৫)।
শনিবার সকাল ৭টায় উপজেলার সাদীপুর ইউপির ধনিমনী হাওরে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার সাদীপুর ইউপির ধনিমনী বিলে মাছ ধরতে যান শাহিন ও তার বাবা মন্নান। সকাল ৭টার দিকে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শাহিন ও তার বাবা মন্নানের ওপর পড়ে। এতে শাহিন গুরুতর আহত হয়ে পানির নিচে তলিয়ে যান। এ সময় শাহিনের বাবাও গুরুতর আহত হন।
বিলে মাছ ধরতে থাকা অন্য জেলেরা শাহিন ও তার বাবাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়াই নিহত শাহিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।