• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কারেন্ট জাল উদ্ধার

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৮:৪১
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট

যশোরের বেনাপোলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে আটকপূর্বক ১০ হাজার টাকা জরিমানাসহ প্রায় দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে আগুণে পুড়িয়ে নিধন করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুলক কুমার মন্ডল।

শুক্রবার সকালে শার্শা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেনাপোল বাজারের কারেন্ট জাল ব্যবসায়ী বনো এবং হাবিবুল্লাহ হোসেনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দুই দোকান থেকে প্রায় দুই লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার করে তা বেনাপোল বলফিল্ড মাঠে নিয়ে আগুনে পোড়ানো হয়।

এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান ও বেনাপোল পোর্ট থানার এসআই মতিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ। 

সর্বাধিক পঠিত