• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাল পরিচয়পত্রে ভারত যাওয়ার সময় আটক ২

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৭:১০
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট

বেনাপোল চেকপোস্টে জাল সিঅ্যান্ডএফ পরিচয়পত্র দেখিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের শুকুর আলীর ছেলে আবু সিদ্দিকী (৩৫) ও ভারতের আগরা জেলার একমতদৌল্লা থানার সি-৫২৫ এলাকার ভগবান দাসের ছেলে সঞ্জয় বর্মা (৪৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডের পাশে বিজিবি স্থাপিত চেকপোস্টে দুই ব্যক্তি জাল সিঅ্যান্ডএফ কর্মচারির পরিচয়পত্র দেখিয়ে ভারতে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হয়। পরে পরিচয়পত্র পরীক্ষা-নিরীক্ষা করে জাল প্রমাণিত হলে বিজিবি তাদের আটক করে। এর মধ্যে কৌশলে পালিয়ে যায় জালিয়াত চক্রের সদস্যরা। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা জানান, সোহাগ নামে এক দালাল টাকার বিনিময়ে তাদের এই ভুয়া পরিচয়পত্র তৈরি করে ভারতে পাঠাতে সহযোগিতা করে। এর আগেও এই পরিচয়পত্রে চেকপোস্টে দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন তারা।