• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১০:৫৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ ঘটনায় শহীদুল ইসলাম হক( ৫০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।  শুক্রবার সকাল ৮টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে । 
 
স্থানীয়রা জানায়, ঐ গ্রামে গত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলে। স্থানীয় সর্দার গ্রুপের নেতৃত্ব দেন ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন মন্ডল ও মন্ডল গ্রুপের নেতৃত্বে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছেল আলী মন্ডল। 
 
পূর্ববিরোধের জের ধরে আজ (শুক্রবার) সকালে স্থানীয় একটি পুকুরের আধিপত্য নিয়ে মন্ডল গ্রুপের হাসেম মাহরীর সাথে সর্দার গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এতে শহীদুল ইসলাম হক নামে সর্দার গ্রুপের এক সমর্থক নিহত হয়। এ সময় সংঘর্ষে রবজেল, রাজাখান, ইবাদত, মন্ডল, সুজন, রুবেল, সোহাগ ও ফুয়াদ আহত হন। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ ফুয়াদকে আটক করেছে। আহতরা মিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজিজুর রহমান জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।