বড় বোনের বকা খেয়ে ছোট বোনের আত্মহত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলে না যাওয়াকে কেন্দ্র করে বড় বোন বকাবকি করায় গলায় ফাঁস লাগিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছোট বোন আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়া গ্রামের সিএনজি অটোরিক্সা চালক খতিব মিয়ার দ্বিতীয় মেয়ে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শিউলী আক্তার (১১) বেশ কিছু দিন থেকে বিদ্যালয়ে না যাওয়ায় বড় বোন মেহেরজান তাকে বকাবকি করলে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সবার অজান্তে ঘরের তীরের মধ্যে ফাঁস লাগায় শিউলী।
পরে পরিবারের লোকজন শিউলীকে ঘরের তীরে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিউলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকির হোসেন নিহত স্কুলছাত্রীর লাশ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।