• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঝিনাইদহে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৫:২৪
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট

ঝিনাইদহের কালীগঞ্জে শারমিন আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও উত্তম কুমার রায়। শারমিন নড়াইল জেলার মাঝদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও একই গ্রামের বাসিন্দা তবিবুর রহমানের মেয়ে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে নানা হাসমত আলীর বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়।

জানা যায়, শারমিন আক্তারের বিয়ে আড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুলের সাথে ঠিক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিয়ের আয়োজন চলছিল। এ সময় খবর পেয়ে ইউএনও পুলিশ  ও একজন অফিসার পাঠিয়ে বাল্য বিবাহটি বন্ধ করেন। 

ইউএনও উত্তম কুমার জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে অঙ্গিকার করা হয়েছে তাকে আর বাল্য বিবাহ দেওয়া হবে না।

সর্বাধিক পঠিত