• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাহুবলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৯
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

হবিগঞ্জের বাহুবল উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে (৫০) কুপিয়ে হাত-পা শরীর থেকে আলাদা করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র জানায়, সকালে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা  দেয়ার জন্য সিএনজি( অটোরিক্সা) যোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস টেনু মিয়ার সিএনজি গতিরোধ করে। দুর্বৃত্তরা সিএনজি থেকে টেনু মিয়াকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন করে রক্তাক্ত অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে যায়।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বায়রা ভাই তোফায়েল আহমদ রাসেল বলেন, টেনু মিয়ার চাচাত ভাইদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা চলছিল। আজ(বৃহস্পতিবার) মামলার হাজিরা দিতে কোর্টে যাওয়ার পথে হামলার শিকার হয়ে প্রাণ হারান।

বাহুবল থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুর্বৃত্তরা টেনু মিয়াকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসএম

সর্বাধিক পঠিত