নিখোঁজের দু’দিন পর কৃষকের লাশ উদ্ধার
নেত্রকোনা সদর উপজেলায় দু’দিন ধরে নিখোঁজ আরশাদ আলী (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বড় নন্দুরা গ্রামের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে।
আরশাদ আলী একই ইউনিয়নের দাপুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টার দিকে নিখোঁজ হন আরশাদ আলী। তাকে খুজে না পেয়ে নিখোঁজ ব্যক্তির ভাতিজা রমজান আলী এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে মঙ্গলবার খবর পেয়ে বড় নন্দুরা গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এসএম