ব্রিস্টলে পৌঁছেই অনুশীলনে তামিম
সড়কপথে কার্ডিফ থেকে ঘণ্টাখানেকের দূরত্ব ব্রিস্টলের। আজ দুপুরে ঘণ্টাখানেক বাস ভ্রমণে ব্রিস্টলে পৌঁছেছে বাংলাদেশ দল। মাশরাফিরা ব্রিস্টলে পা রাখার কিছু সময় পরেই বৃষ্টি শুরু। দল তাই আর অনুশীলন করতে পারেনি। তবে তামিম ইকবাল হোটেলে বসে থাকেননি। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে নিয়ে ইনডোরে অনুশীলন করতে চলে গেলেন ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে করেছেন ১৬, ২৪ আর ১৯। নিজের এই পারফরম্যান্সে নিজেই সন্তুষ্ট নন তামিম ইকবাল। আর পারফরম্যান্স ভালো করতে অনুশীলনের বিকল্প কোথায়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তাই বৃষ্টি-বাধা পেরিয়েই চলে গেলেন অনুশীলনে।
এবারের বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে (১১ জুন) ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশই ফেবারিট। কাগজে-কলমে সেই হিসাবকে বাস্তবে অনূদিত করতে তামিমের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
টানা চার ম্যাচে ফিফটিশূন্য তামিম। ওয়ানডেতে ২০১৬ সালের পর এত লম্বা সময় ফিফটি শূন্য থাকেননি বাংলাদেশ ওপেনার। সে বছর টানা পাঁচ ইনিংসে ফিফটি শূন্য থাকার পার টানা দুই ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি করেছিলেন তামিম।এবারও কি তেমন কিছু করতে পারবেন তামিম?