ভালোবাসার চাঁদপুর : সাধারন মানুষের পাশে যারা
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৪:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মরণব্যধি করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন চিন্তিত, গোটা বাংলাদেশ যখন আতঙ্কিত, কোনো কোনো জেলায় প্রশাসন, জনপ্রতিনিধিগণ যখন মানুষ ও মানবতা থেকে দূরে সরে যাচ্ছে; তখন আমার জন্মভূমি, ভালোবাসার প্রিয় চাঁদপুরে কিছু #ভালো কাজ আমাদের মনোবল কিছুটা হলেও বাড়িয়ে দিচ্ছে। হয়তো এই করোনার থাবার আমি-আপনি যে কেউ মারা যেতে পারি, কিন্তু এই ভালো কাজগুলোর কলল্যানে কিছুটা হলেও মনকষ্ট কম হতে পারে এই ভেবে যে, আমাদের দুঃখের দিনে এখানকার দায়িত্বশীল ব্যক্তিগণ আমাদের পাশে ছিলো। আমাদের ভালোবেসে ছিলে।
♦#চাঁদপুরের_জেলা_প্রশাসন
চমৎকার ভাবে জেলাবাসীকে এইকথা বুঝাতে সক্ষম হয়েছে যে, এই মুহূর্তে সমাজিক দূরত্ব বজায় রাখাটাই হলো করোনা ভাইরাস থেকে পরিত্রান পাবার সহজ উপায়। পাশাপাশি বেশ কিছু মানিবক উদ্যোগ গ্রহণ করা। এই যেমন, সততা স্টোরের মাধ্যমে হতদরিদ্র মানুষদের মাঝে ভর্তুকি দিয়ে অল্পদামে নিত্যপালনীয় পন্য বিক্রি করা। হাট-বাজারে ক্রেতাদের নিদিষ্ট দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে বৃত্তাকার চিহ্ন একে দেয়া। নিয়মিত বাজার মনিটরিং করা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টট করা।
♦#জেলা_পুলিশ_বিভাগ
অত্যন্ত নমনীয়ভাবে জনসাধারণকে প্রয়োজন ছাড়া পথে বের না হতে উৎসাহিত করছে। করোনার মৃত্যুঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা ঠিক রাখার পাশাপাশি দ্রব্যমূল্য ঠিক রাখতে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।
♦#পৌরসভার_কর্তৃপক্ষ
পুরো শহরে জীবাণুনাশক স্প্রে করা, নগরবাসীর মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটেশন বিতরণ করা। জনসচেতনতায় লিফলেট, মাইকিং করা।
♦#মেয়রপ্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের পক্ষ থেকে লিফলেট বিতরণ। ঘরে আটকে থাকা পৌরবাসীকে একদল যুবকদের মাধ্যমে হোম সার্ভিস চালু করে, তাদের দরকারি বাজার, ঔষুদসহ নিত্যপণ্য পৌঁছে দেয়া।
♦#চাঁদপুর_প্রেসক্লাব থেকে গণমাধ্যমকর্মী, পত্রিকা বিলিকারকদের মাক্স, সাবান ও খাদ্য সহায়তা করা।
♦# চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল ও চক্ষু হাসপাতাল
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। করোনা পরিস্থিতিতে এ দুটি প্রতিষ্ঠান অর্ধেক মুুল্যে মানুষের মাঝে ঔষধ প্রদান করছে।
♦#বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল নিজ উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে, মসজিদে, মুসল্লি, পথচারীদের বিনামূল্যে মাকর্স ও লিফলেট বিতরণ।
♦#কাউন্সিলর_প্রার্থীদের কেউ কেউ (অল্পসংখ্যক) সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীর মাঝে চাউল-ডাউল, তেল নুন, মাক্স, লিফৈট বিতরণ করা।
♦#বিভিন্ন_ইউনিয়ন_পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইউনিয়নবাসীদে সচেতনতা বৃদ্ধি করা। প্রবাসী, ঢাকাবাসীদের হোম কোয়ারেন্ট মানতে বাধ্য করা, হাট-বাজারে ক্রেতাদের নিদিষ্ট দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে বৃত্তাকার চিহ্ন একে দেয়া।
♦#জেলা_ছাত্রলীগ কর্তৃক সচেতনতায় লিফলেট ও হেক্সিসল বিতরণ করা।
♦#সামাজিক_সংগঠনগুলো হতদরিদ্র মানুষের মাঝে নিত্যপণ্য, মাক্স, হেক্সিসল, লিফলেট বিতরণ করা।
♥♥♥----
চাঁদপুরে সকলের এই সম্মিলিত চেষ্টা-উদ্যোগ দেখে আমি গর্ব করে বলতেই পারি, চাঁদপুর আমার ভালেবাসার জেলা। অন্য যে কোনো জেলার চেয়ে চাঁদপুর ভালোবাসা-সম্প্রীতিতে অনেক এগিয়ে।
পরিশেষে যারা এখনো ঘরে বসে অাছেন, তাদের এখনই ভালো কাজে, ভালোবাসা বিনিময়ে এগিয়ে আসার আহ্বান করছি।
-আশিক বিন রহিম।