• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমারওতো সীমাবদ্ধতা আছে---

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৪:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিরঞ্জন দাসকে দেখে জিজ্ঞেস করলাম কেন আসছেন ? জানালো “মেয়েটারে সকাল বেলা কিছু খাওয়াইয়া কলেজে পাঠাইতে পারি নাই। বলেই কান্না শুরু করলো। তাকে ডেকে আমার অফিস রুমে নিয়ে আসলাম। বল্লো স্যার আজ রিক্সা চালিয়ে এ পর্যন্ত ৮০ টাকা পেয়েছি। এ দিয়ে দিন শেষে চাল নিবো তারপর ভাত খাওয়াবো। স্যার কোন কুলকিনারা পাই না। আপনি তো অনেক করছেন আর কত করবেন। কোনদিন পুরো পেট খাওয়াইতে পারি না স্যা “। কিছুতেই তার কান্না থামাতে পারছি না।
এ কথাগুলো শোনার পর কি আর স্থির থাকা যায় ? সে জন্মদাতা পিতা কিন্তু কলেজের অধ্যক্ষ হিসেবে আমারওতো কিছু দায়িত্ব আছে । আমার একজন ছাত্র বা ছাত্রী যদি না খেয়ে বা ক্ষুধার্ত থাকে সে দায়তো কোন না কোনভাবে আমারও। আমারতো সম্পদ সীমিত। আমি কি করবো ! অনেক্ষণ চিন্তা করলাম। কোন কুলকিনারা পাচ্ছি না। এভাবে কতজনের দায়িত্ব নেবো।
তাকে বলে দিলাম মেয়েকে বলবেন কেন্টিনে প্রতিদিন এসে নাস্তা করে যাবে। কেন্টিন ম্যানেজারকেও সেভাবে বলে দিলাম।

https://www.facebook.com/ratan.majumder.9?hc_ref=ARQ4r2rnVT7IHCD3uHwz2bIY-b-OgtyrPxirtfF60xjI1TCmNZ_M1EOsPMkYixjOdFY&fref=nf&__xts__[0]=68.ARA1i4YcwfW4JPZZSwYVYQWqx3Cj0DX3KSLSMHpsG7NGAN1atih3x8HivyaUTVIsgWhLQW14bbuWIXaeeg8AT8GbLLzgoRjI_TLQ2vxboriTCihWFoRN4bepzO88-3RQ7r3vt-edOVfT&__tn__=C-R

সূত্র : অধ্যক্ষ রতন কুমার মজুমদার

অধ্যক্ষ, পুরাণবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর-এর ফেসবুক পেজ হতে

সর্বাধিক পঠিত