• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গাভীর মৃত্যুতে সম্বলহীন রুবি

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৮, ১১:২২
অনলাইন ডেক্স
প্রিন্ট

বরগুনার বামনা উপজেলার লঞ্চঘাট এলাকার অতিদারিদ্র রুবি। স্বামী -ছগির মিয়া। নদী ভাঙনে হারিয়েছে সব।  সংগ্রাম এনজিও থেকে ত্রাণ পাওয়া ঘরে দুটো মেয়ে নিয়ে বসবাস করেন। একটি এনজিও থেকে ঋণ নিয়ে দুই বছর অাগে একটি গরু ক্রয় করেছেন। দিনে দিনে গরুটিও অনেক বড় হয়েছে। গরুকে যত্ন করে স্বপ্ন বুনেছেন প্রতিদিন। মেয়েদের বিয়ে, সংসার সমৃদ্ধ - সব স্বপ্ন গরু নিয়েই। অাজ ১২ জুন,২০১৮ তারিখ বিকাল অানুঃ ৬:০০ হঠাৎ করে গরুটি মৃত্যুবরণ করে। রুবির গগনবিদারী চিৎকারে অাকাশ ভারী হয়। সাধারণত অাপন মানুষের মৃত্যুতেও এমন কান্না দেখতে পাওয়া যায় না। রুবির কান্না উপস্থিত সবাইকে কাঁদিয়ে দিয়েছে। বলে, 'অাল্লাহ অামার সোনার চান ফিরাইয়া দাও - অামারে নিয়া যাও "।এই ধরনের আত্বচিৎকার কোন মানুষ শুনতে চায়, প্রতিটি জেলায় হিউমিনিটি ফান্ড একটিভ /চালু করা উচিত.....

সূত্র : https://www.facebook.com/profile.php?id=100008616671218

সর্বাধিক পঠিত