• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এই আমাদের দীপু আপা

অধ্যক্ষ রতন কুমার মজুমদার

প্রকাশ:  ২৬ জুন ২০১৮, ০০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এই আমাদের Dipu Moni আপা
তিনি নিজে যেমন একজন সাদামাটা মানুষ তেমনি পছন্দ করেন সাদামাটা মানুষকে। আভিজাত্য আপাকে আজ পর্যন্ত স্পর্শ্ব করতে পারেনি। তিনি পছন্দ করেন সাধারণের হয়ে থাকতে। তাই তিনি সাধারণের অসাধারণ। রাজনীতির পাপ পঙ্কিলতা আজ পর্যন্ত আপাকে স্পর্শ্ব করেনি। দুবৃত্ত, সুবিধাবাদীদের তিনি সবসময়ে এড়িয়ে চলেন। পেছন থেকে যারা আপাকে কুঠাঘাত করতে চেয়েছে তারাই রাজনীতির আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে প্রাকৃতিক নিয়মে। আপার রাজনীতির বড় শক্তি বিশাল কর্মী বাহিনী। কর্মীদের জন্যও তিনি অন্তপ্রাণ। কর্মীদের আগলে রাখেন তিনি মায়ের আদরে বোনের স্নেহে। তাই কর্মীরাও আপা অন্তপ্রাণ।
তবে তিনি রাজনৈতি প্রতিহিংসার শিকার হননি এমনটি নয়। কিছু পরশ্রীকাতর মানুষ এবং স্বার্থান্বেষিদের সন্মূখিন হয়েছেন বিভিন্ন সময়ে । কিন্তু তিনি তাঁর স্বভাব সুলভ বিনয়ী আচরণ দিয়ে জয় করেছেন সকল প্রতিকূলতাকে।

সূত্র : অধ্যক্ষ রতন কুমার মজুমদার-এর ফেসবুক পেজ হতে।

সর্বাধিক পঠিত