• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘পুত্র আমার ফিল্ম ডিরেক্টর হইবেন’

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ০০:২৫
মেহের আফরোজ শাওন
প্রিন্ট

শাড়ি নিনিত এর পছন্দের পোশাক। 'নীল সবুজ' নিনিত এর পছন্দের রং।

আজ কিভাবে যেন দু'টাই মিলে গেল... 
নিনিত : মা তুমি অনেক সুন্দর। 
আমি : (আহ্লাদে আটখানা) thaaank u মা...
নিনিত: তুমি প্রত্যেকদিন শাড়ি পইরো OK..?
আমি: (তার মন রক্ষা করার চেষ্টা) ওকে মা...
নিনিত: Do u want me to take your photo..?
আমি: (টাসকিত) লাগবে না মা... thanks...
নিনিত: But I want to take your photos...
অত:পর তাহার আইপ্যাডে মাতার ছবি তোলার প্রচেষ্টা...
'মা সারাক্ষণ ক্যামেরার দিকে তাকায়ে থাইকো না একটু অন্যদিকে তাকাও'.., 
'বেশি হাইসো না একটু কম হাসো'.., 
'মা, তোমাকে ছবির এক কোনায় রাখলাম, তাইলে গাছগুলা সুন্দর লাগে'... 
ইত্যাদি বলিয়া তিনি আমাকে ডিরেকশনও দিলেন...
আর আমি বাধ্য মডেলের মত তাহার কথা শুনিয়া গেলাম...

ফলাফল দেখুন...
বি.দ্র. পুত্র আমার বড় হয়ে ফিল্ম ডিরেক্টর হইবেন বলিয়া সম্প্রতি ঘোষনা দিয়াছেন...

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

সর্বাধিক পঠিত