আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায়
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন।
সূত্রঃ ইত্তেফাক