• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শনিবার যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৩:৪১ | আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল।
 
শনিবার জেলা ও মহানগরে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
 
মানহানি ও দুর্নীতির অভিযোগে পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকার পৃথক দুটি আদালত এক ঘণ্টার ব্যবধানে দুই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
 
মামলা দুটি হচ্ছে মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলা এবং এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা।