• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মৃতিচারণ সভা

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২১, ০৯:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মৃতিচারণ সভা এবং তাঁর লেখা কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিক পালিত হয়। সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত অনাড়ম্বর এ আয়োজন শোক-স্বাক্ষর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এতে স্মৃতিচারণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাহিত্য একাডেমি, চাঁদপুরের মহাপরিচালক কাজী শাহাদাত, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাঈনুদ্দীন ভূঁইয়া লিটন, সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ রোটারিয়ান মাহমুদা খানম, প্রয়াতের সহধর্মিণী ও উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি কেএম মাসুদ, উজ্জ্বল হোসাইন, রফিকুল ইসলাম, কবি তছলিম হোসেন হাওলাদার, কবি ইকবাল পারভেজ, কবি ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান শান্ত, কার্যনির্বাহী সদস্য আবু সায়েম প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আয়েশা আক্তার রুপা, সহ-প্রচার সম্পাদক নাসরিন হোসাইন ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সেক্রেটারি মিতু আক্তার। প্রয়াতের লেখা কবিতা আবৃত্তি করেন আবু বকর সিদ্দিক, প্রত্ন পীযূষ বড়ুয়া, তুষি রায়, প্রখর পীযূষ বড়ুয়া, নবনীতা রায় চৌধুরী ও নিলয় দাস। সভায় বক্তারা তাঁর মতো সহজ-সরল মানুষের জীবনের সার্থকতার ওপর আলোকপাত করেন। সভাপতি মুক্তা পীযূষের বক্তব্যের মাধ্যমে প্রায় তিনঘণ্টাব্যাপী এ স্মরণসভা সমাপ্ত হয়।

সর্বাধিক পঠিত