প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন
প্রকাশিত হচ্ছে কবি আরিফুল ইসলাম শান্তের প্রথম কাব্যগ্রন্থ 'মৌন বৃক্ষের রাত্রিদিন'। আরিফুল ইসলাম শান্ত দীর্ঘ সময় ধরে দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকা, লিটলম্যাগ ও যৌথ সংকলনে কবিতা লিখছেন নিয়মিত। তার দীর্ঘ যাপনের অভিজ্ঞতা থেকে লেখা ৩৮টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে এই গ্রন্থটি।
বইটি সম্পর্কে কবি আরিফুল ইসলাম শান্ত বলেন, মৌন বৃক্ষের রাত্রিদিন কাব্যগ্রন্থে প্রেম-বিরহ, বিদ্রোহ, বিপ্লব ও আধ্যাত্মিকধর্মী কবিতার সম্মিলন হয়েছে। আশা করছি, কবিতায় পাঠকরা নিজস্ব চিন্তার খোরাক পাবেন। চৈতন্য পাবলিকেশন্সের কর্ণধার রাজিব চৌধুরী জানান, বইটি ঢাকা ও চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাবে। এছাড়া বইটি বাতিঘর, রকমারি ও চৈতন্য থেকে পাঠক সংগ্রহ করতে পারবেন।আসছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ উপলক্ষে বইটি প্রকাশ করছে চৈতন্য, প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।
বইটির মুদ্রিতমূল্য ২০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৪৮।