পথশিশু অধিকার চাঁদপুরের আড়াইশ' খাবার বিতরণ
করোনা পরিস্থিতির কারণে ভাল খাবার থেকে বঞ্চিত পথশিশুরা। নিজস্ব অর্থায়নে তাদের জন্য একবেলা খাবার নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদের সংগঠন 'পথশিশু অধিকার চাঁদপুর'।
৩ জুলাই শুক্রবার বিকেল ৩টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের বিভিন্ন এলাকার ২৫০ জন পথশিশুর মাঝে দুপুরের খাবার ও মাস্ক বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।
এ সময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আসফাক সফিক, সহ-সভাপতি হাসান পলাশ, আরফিন হানিফ, গাজী রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয় আহমেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
পথশিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এই সংগঠনের প্রথম কার্যক্রম শুরু হলো। সম্প্রতি এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।