• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৫ দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশ:  ০৩ মার্চ ২০২০, ০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে চাঁদপুরে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষণ কোর্স। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। প্রশিক্ষক হিসেবে রয়েছেন বরেণ্য নজরুল সংগীত প্রশিক্ষক সালাউদ্দিন আহমেদ ও সুমন মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আয়াজ মাবুদ।